রাশিয়া-র আগ্রাসনে তেল বয়কটের সিদ্ধান্ত নেয় মার্কিন নীতি, কিন্তু এস ৪০০ র পর আবারও মার্কিন নীতিকে পাশে সরিয়ে রাশিয়ার তেল কিনলো ভারত। সমপ্রতি তিন মিলিয়ন ব্যারেল রাশিয়ায় তেল কিনলো ইন্ডিয়ান অয়েল করপোরেশন । যার ফলে রাশিয়া ইউক্রেন সমস্যা নিয়ে ভারতের নিরপেক্ষতার নীতির উপর ক্ষোভ রয়েছে বিশ্ব মহলে।

তথ্য অনুযায়ী প্রয়োজনের প্রায় ৮০ শতাংশর মধ্যে ১ শতাংশই ই রাশিয়া থেকে তেল আমদানি করে ভারত। সেক্ষেত্রে মার্কিন বয়কটের পরেও দিল্লির এই সিদ্ধান্ত আশ্চর্য্য পদক্ষেপ হলেও রয়েছে বড়ো লক্ষ। অনেকের মতে ইউনাইটেড নেশন এ পক্ষে বা বিপক্ষে না থেকে রাশিয়ার হাত ধরেই আদপে চীনকে আটকানোর লক্ষ্যে ভারত নীতি ।

আবার প্রথমে ইরানকে তেল বয়কট অন্যদিকে ভেনিজুয়েলা কে ও তেল আমদানি বয়কট করে আমেরিকা। ফলে বার বার বিডেন নীতি খোদ সমালোচনার মুখে পড়েছে মার্কিন জন মহলেই।এই সুযোগের উচিৎ ব্যাবহার করে রাশিয়া প্রচুর মাত্রায় কম টাকায় দিচ্ছে তেল । ফলে নিজের বাজার দর কে মাথায় রেখেই রাশিয়ায় তেল আমদানি এবার ভারতে।
আবার রাশিয়ায় তেল আমদানি করে মার্কিন ডলার কে পাশে সরিয়ে রাশিয়ার রুবেল কেও সমর্থনে দিল্লি। যা কঠিন সময়ে ভারত রাশিয়ার কুটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে ভবিষ্যতে।

তবে নিজে বয়কট করলেও আপাতত রাশিয়ার তেল আমদানি কে সম্পুর্ণ কখনোই বনধের লক্ষ্যে নেই আমেরিকা । কারণ এর আগে ইরানকে বয়কট পরে ইউক্রেন কে সমর্থন নিয়ে নিজেদের মিত্র দেশের উপর অনেক চাপ দিয়েছে ওয়াশিংটন। তাই দিল্লির রাশিয়ার তেল আমদানি তে আপাতত কোনও প্রতিক্রিয়া দেবেনা বাইডেন প্রশাসন। তবে আবারও ট্রাম্প নীতি অনুসরন করে তেল রপ্তানিতে নামতে পারে বাইডেন প্রশাসন। ফলে আপাততো দিল্লিকে কোনো প্রতিক্রিয়া না দিলেও ভবিষ্যতে মার্কিন তেল কিনতে হতে পারে দিল্লিকে।

Share.
Leave A Reply

Exit mobile version