এক নজরে

যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃত এক, হদিস নেই অপর চালক ও বিমানটির

By admin

November 27, 2020

কলকাতা ব্যুরো: ভারতীয় নৌসেনার একটি প্রশিক্ষক বিমান দুর্ঘটনার কবলে পড়লো। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনার পর এখন পর্যন্ত এই ঘটনায় একজনকে উদ্ধার করা হয়েছে। ভারতীয় নৌসেনা সূত্রে খবর, আই এম আই জি ২৯কে প্রশিক্ষক বিমানটি দুজন পাইলটকে নিয়ে সমুদ্রের উপরে ঘুরপাক খাচ্ছিল।বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। একজন পাইলটকে উদ্ধার করা গেলেও, বিমানটি এবং তার দ্বিতীয় চালককে এখনো হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে নৌসেনা।