এক নজরে

Indo-China: LAC-তে চিনের গতিবিধির উপর নজর রাখতে সেনার ভরসা প্রযুক্তি

By admin

October 19, 2021

কলকাতা ব্যুরো: অরুণাচল সীমান্তে প্রযুক্তির সাহায্যে নজরদারি বাড়ানোর পথে সেনা। অরুণাচল প্রদেশের চিন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা পূরণ করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানোর পরিকল্পনা করছে ভারতীয় সেনা। পাশাপাশি, দরকারে যাতে সৈন্যরা দ্রুত গতিতে একত্রিত হয়ে সীমান্তে পৌঁছতে পারে তার জন্য সেই অঞ্চলের সংযোগ উন্নত করার জন্য পরিকাঠামো নির্মাণের উপর জোর দিতে চাইছে ভারতীয় সেনাবাহিনী।

গত কয়েকদিনে চিনের পিপলস লিবারেশন আর্মির টহল বৃদ্ধি পেয়েছে অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর। রুপার সদর দফতর ৫ পর্বত বিভাগের কমান্ডার মেজর জেনারেল জুবিন এ মিনওয়ালা এই বিষয়ে বলেন, আমরা পরিস্থিতি সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি এবং সেখানকার অবস্থ সম্পর্কে অবগত থাকার জন্য প্রযুক্তিকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছি। এর ফলে আমরা এমনি সময়ে আমাদের সৈন্যদের সীমান্ত অঞ্চলে পাঠানোর প্রয়োজনীয়তা থাকে না।

মেজর জেনারেল জুবিন এ মিনওয়ালা আরও বলেন, আমরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে আরও স্বচ্ছতা তৈরি করছি। স্থল-ভিত্তিক এবং বায়ু-ভিত্তিক সেন্সর, রাডারের একটি নেটওয়ার্ক এবং মানববিহীন সিস্টেম সীমান্তে নিয়োগ করেছি আমরা। এর ফলে আমরা পরিস্থিতির উপর নজর রেখে চলেছি সেই এলাকায় আমাদের সেনা জওয়ান না থাকলেও। আর তাই শত্রু আমাদের অচমকা হামলা করতে পারে না।

নজরদারির কাজে নিযুক্ত এক সেনা আধিকারিক বলেন, আমরা চব্বিশ ঘণ্টা চিনের সমস্ত গতিবিধির লাইভ ফিড পাই- সীমান্তের ওপারে হোক সীমান্ত লাগোয়া এলাকা, চিনা সৈন্যদের গলিবিধি, এলএসি বরাবর তাদের টহল দেওয়ার ধরন এবং সীমান্ত পারে তাদের পরিকাঠামো বাড়ানোর পদক্ষেপ, সব কিছুই আমাদের নজরে রয়েছে।