কলকাতা ব্যুরো: পরিচয় সে ইন্দো-আমেরিকান! অবলীলায় বাতলে দিচ্ছে ক্লাস এইটের সব জটিল ফর্মুলা। বিশ্বের অন্যতম প্রতিভাবান পড়ুয়া হিসেবে উঠে এল এক ভারতীয় বংশোদ্ভুত স্কুলছাত্রীর নাম। ১১ বছরের নাতাশা পেরির এই সাফল্য সকলকেই মুগ্ধ করার মতো। নাতাশা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির থেলমা এল স্যান্ডমায়ার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
SAT এবং ACT মানসম্মত পরীক্ষায় তার অসাধারণ পারফরম্যান্সের জন্য একটি শীর্ষ মার্কিন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিশ্বের সবচেয়ে মেধাবী ছাত্রী হিসেবে বিবেচনা করা হয়েছে। এত অল্প বয়সেই, তার এই অসামান্য কীর্তি নজর কেড়েছে সবারই। ক্লাস ফাইভে পাঠরত নাতাশার মেধা এতটাই যে তা হার মানাতে পারে ১৪ বছরের অষ্টম শ্রেণির পড়ুয়াদেরও। আর সেই কারণেই পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবী পড়ুয়াদের তালিকায় শীর্ষস্থানীয়দের মধ্যে ধরা হচ্ছে তাকেও।
উল্লেখ্য, আমেরিকায় বহু কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য দু’টি পরীক্ষার ফল দেখা হয়। একটি হল ‘স্কলিস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট’ (এসএটি) অন্যটি হল ‘আমেরিকান কলেজ টেস্টিং’ (এসিটি)। এই দু’টি পরীক্ষার ফল আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হয়। আর তাতেই নিউ জার্সির থেলমা এল স্যান্ডমেয়ার এলিমেন্টারি স্কুলের পড়ুয়া নাতাশা অবাক করা ফল করেছে। জানা গিয়েছে, পঞ্চম শ্রেণির পড়ুয়া হয়েও অষ্টম শ্রেণির পরীক্ষায় সে পেয়েছে ৯০ শতাংশ নম্বর।
পাশাপাশি, জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইউথ (সিটিওয়াই) সোমবার একটি বিবৃতি দিয়ে নাতাশাকে স্বীকৃতি দিয়েছে। সেন্টারের আওতায় থাকা সিটিওয়াই-এমন এক ধরনের মূল্যায়ন, যেটিতে পৃথিবীর ৮৪ দেশের প্রতিভাধর খুদেরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। সেই ১৯ হাজার পড়ুয়ার মধ্যে সবচেয়ে মেধাবী হিসাবে উঠে এসেছে নাতাশার নাম।
নাতাশা জানিয়েছে এই সম্মান তার জ্ঞানের খিদে আরও বাড়িয়ে দিয়েছে।