এক নজরে

কয়েক ঘণ্টার মধ্যে মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত

By admin

February 23, 2021

কলকাতা ব্যুরো : আর কয়েক ঘণ্টার মধ্যেই আহমেদাবাদের মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। মোকাবিলা কতটা হাড্ডাহাড্ডি হবে, তা নির্ভর করবে মোতেরার বাইশ গজের চরিত্রের ওপর। তারই প্রেক্ষিতে পিচ রিপোর্ট দেখে নেওয়া যাক। ম্যাচের পাঁচ দিন আহমেদাবাদে আবহাওয়া কেমন থাকবে, তাও জেনে নেওয়া যাক।

আহমেদাবাদের মোতেরার পিচ স্পিন সহায়ক হবে বলে জানিয়েছেন কিউরেটর। তবে পড়ন্ত বিকেলে গোলাপী বল প্রচুর সুইং করবে বলে জানানো হয়েছে। ফলে পিচের দুই দিক থেকেই সিমার্সরাও সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। মোতেরার পিচে ব্যাটিং সহজ হবে বলেও জানিয়েছেন কিউরেটর।

ভারত বনাম ইংল্যান্ডের দিন-রাতের টেস্ট চলাকালীন আহমেদাবাদে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকায় মনোরম পরিবেশে খেলা চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারত-ইংল্যান্ডের দিন-রাতের টেস্টের ফলাফলে টস গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। কারণ কিউরেটরের মতে যে দল টসে জিতবে, তাদের আগে ব্যাটিং করাই উচিত কাজ হবে। কারণ তৃতীয় কিংবা চতুর্থ দিনে পিচ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

চেন্নাইয়ের চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে দ্বিতীয় ম্যাচে ফিরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। ১-১ অবস্থায় থেমে আছে চার ম্যাচের এই টেস্ট সিরিজ। তৃতীয় টেস্টের আগে চোট সারিয়ে ভারতীয় দলে অভিজ্ঞ ফাস্ট বোলার উমেশ যাদবের অন্তর্ভূক্তি বিরাট কোহলি শিবিরের শক্তি আরও বাড়াবে বলা চলে। ফলে এ লড়াইয়ে যে টিম ইন্ডিয়ার পাল্লা কিছুটা হলেও ভারী, তা অনায়াসে বলে দেওয়া যায়।