কলকাতা ব্যুরো: নেপাল, ভুটান আগেই ছিল, এখন মরিশিয়াস-সহ ১৬টি দেশ ভিসা ছাড়াই সে দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে ভারতীয় নাগরিকদের। মঙ্গলবার রাজ্যসভায় এমনই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন। একটি লিখিত উত্তরে তিনি জানান, বর্তমানে ৪৩টি দেশ ভারতকে ভিসা-অন-অ্যারাইভাল (VOA) ও ৩৬টি দেশ ই-ভিসার সুযোগ দেয়। আবার ১৬টি দেশে প্রবেশের জন্য সাধারণ ভারতীয় পাসপোর্ট ব্যবহারকারীদের কোনও ভিসা নিতে হবে না।
এই দেশগুলি হল, বার্বাডোস, ভুটান, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, হং কং এসএআর, মালদ্বীপ, মরিশিয়াস, মন্টসেরাট, নেপাল, ন্যিউয়ে আইল্যান্ড, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সেনেগল, সার্বিয়া ও ত্রিনিদাদ এবং টোবাগো। আবার যে ৪৩টি দেশ সাধারণ ভারতীয় পাসপোর্ট ব্যবহারকারীদের ভিসা-অন-অ্যারাইভালের সুবিধা দেয়, তার মধ্যে রয়েছে ইরান, ইন্দোনেশিয়া, মায়ানমারের মতো দেশ। অন্যদিকে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও মালয়েশিয়া-সহ ৩৬টি দেশে ভারতীয়দের জন্য ই-ভিসার সুযোগ রয়েছে।
মুরলিধরন জানান, ভারতীয়দের কাছে আন্তর্জাতিক যাত্রা আরও সহজ ও উন্মুক্ত করার জন্য সরকারের তরফে নানান প্রচেষ্টা চালানো হচ্ছে। চেষ্টা চলছে যাতে এই দেশগুলি ছাড়া অন্যান্য দেশের কাছ থেকেও ভিসামুক্ত, ভিসা-অন-অ্যারাইভাল, ই-ভিসার মতো সুবিধা আদায় করা যায়। তিনি আরও জানান, ভিসা প্রদান বা ভিসা সংক্রান্ত প্রক্রিয়াকরণ সংশ্লিষ্ট দেশের সার্বভৌম ও একতরফা সিদ্ধান্ত। তবে এই প্রক্রিয়াকে সহজ ও ব্যাপক করার জন্য বিদেশী দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও ফোরামে নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছে।