কলকাতা ব্যুরো: কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের বিস্ফোরণের তীব্র নিন্দা করল ভারত। বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণের সময় বহু মানুষ হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে অপেক্ষা করছিলেন ৷ আর কাছাকাছি ব্যারন হোটেলেও বহু মানুষ ছিলেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় কমপক্ষে ৭২ জন প্রাণ হারিয়েছেন ৷

এদিকে কাবুল বিমানবন্দরের বিস্ফোরণের ঘটনায় ভারতের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ঘটা বিস্ফোরণের তীব্র নিন্দা করছে ভারত ৷ যাঁরা এই সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷ আর যাঁরা আহত হয়েছেন, তাঁদের জন্যও আমরা প্রার্থনা করছি ৷ আজকের এই আক্রমণ জোর দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে, সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বের সব দেশকে এক হতে হবে। এমনকি তাদেরও, যারা জঙ্গিদের আশ্রয় দিয়েছে ৷

ইতিমধ্যে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। সাফ জানিয়েছেন, জঙ্গিদের খুঁজে বের করা হবে। কোনওভাবেই রেয়াত করা হবে না।

Share.
Leave A Reply

Exit mobile version