কলকাতা ব্যুরো: সীমান্তে অবস্থান বদল করেছে ভারত। এখন এখন কড়া জবাব দিতে প্রস্তুত ভারত। আজ গুজরাটে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে একতা দিবসের অনুষ্ঠানে এই বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই মঞ্চ থেকেই তিনি নাম না করে চিন ও পাকিস্তানকে হুঁশিয়ারিও দেন।এদিন মোদী বলেন, বহুদিন ধরেই ভারত সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রাণ দিয়েছেন বহু জওয়ান। কিন্তু এখন কড়া হাতে সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রস্তুত ভারত। এই কাজে প্রতিটি নাগরিককে সতর্ক থাকতে হবে। গোটা বিশ্বকে একজোট হয়ে লড়তে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। মোদী বলেন, বৈচিত্রের মধ্যে একতাই ভারতের শক্তি। সর্দার প্যাটেল ভারতের একতা তৈরি করেছিলেন।