এক নজরে

বিশ্বে দ্রুত সংক্রমণে প্রথম ভারত, প্রথম পাঁচে মহারাষ্ট্র, ইউপি

By admin

April 22, 2021

কলকাতা ব্যুরো: সংক্রমণে সব দেশকে পেছনে ফেলে ভারতবর্ষ রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে। গড়ছে নতুন রেকর্ড। সেভাবেই গত ২৪ ঘন্টায় তিন লক্ষ ১৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায় এদেশে। যা গোটা বিশ্বে দ্রুত সংক্রমণের ক্ষেত্রে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। এর আগে আমেরিকায় ২৪ ঘণ্টায় তিন লক্ষ সাত হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন। শুধু এখানেই নয়, ২৪ ঘন্টায় সারা বিশ্বে সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভারত এবং তার দুই অঙ্গরাজ্য প্রথম পাঁচ এর মধ্যে রয়েছে। অর্থাৎ ভারতে ২৪ ঘন্টায় যে সংক্রমণ হয়েছে, বিশ্বে তার পিছনেই রয়েছে মহারাষ্ট্রের নাম। সেখানে ২৪ ঘণ্টায় ৭৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। তৃতীয় এবং চতুর্থ স্থানে ফ্রান্স ও ইস্তাম্বুল জায়গা নিলেও, পঞ্চম স্থানে এদেশের উত্তরপ্রদেশ। সেখানে একদিনে আক্রান্ত ৬৪ হাজারের বেশি। ফলে করোনার দ্বিতীয় আক্রমণে দেশ কিভাবে হাবুডুবু খাচ্ছে, এই পরিসংখ্যান থেকে তা স্পষ্ট।

একদিকে যখন সংক্রমণ বেড়ে চলেছে, তার উল্টো দিকে ভেঙে পড়েছে চিকিৎসা পরিকাঠামো। যার জন্য আগামী এক দেড় মাসে কত মানুষ মারা যেতে পারেন সঠিক চিকিৎসা না পেয়ে তা নিয়ে এখন থেকেই শংকিত চিকিৎসকরা। সবচেয়ে পরিকাঠামোগত ভাবে খারাপ অবস্থা দিল্লির পরেই মহারাষ্ট্রের। দিল্লিতে অক্সিজেনের অভাবে বহু বেসরকারি হাসপাতাল রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে। কিছু হাসপাতালে মাত্র কয়েক ঘণ্টার চালানোর মতো অক্সিজেন রয়েছে। অক্সিজেনের যোগান এর সঙ্গেই বেডের অভাব এবং পর্যাপ্ত ওষুধ না থাকা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ চিকিৎসকরা। নাগরিকরা এক চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন।