মৈনাক শর্মাদুনিয়াতে নিজের প্রভাব জমতে প্রয়োজন সামরিক শক্তি। যেমন জল, স্থল ও বায়ু সেনা সমেত পরমাণু অস্ত্রের ভাণ্ডার। অর্থাৎ বিশ্বে যার যতো সামরিক শক্তি বেশি, সে দুনিয়াতে প্রভাবও ফেলবে বেশি। আর বর্তমানে এই দৌড়ে কে এগিয়ে তারই দশটি দেশের তালিকা তৈরি করেছে অস্ত্র তৈরীর সংস্থা মিলিটারি ডিরেক্ট।
সংস্থার রিপোর্ট অনুযায়ী, দুনিয়ার চতুর্থ বড় সামরিক শক্তির দেশ ভারত। শীর্ষে রয়েছেন চিন। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে আমেরিকা ও রাশিয়া। মোট দশটি বিষয়ের ওপর বিচার করে পেশ করা হয় এই রিপোর্ট। যার মধ্যে সেনার বাজেট, সেনার সংখ্যা, মোট যুদ্ধের অস্ত্র ও সেনা কর্মীদের বেতন বিবেচনা করা হয়। মানে এই যে, বর্তমানে যুদ্ধ হলে প্রায় সব ক্ষেত্রের বিভাগেই এগিয়ে থাকছে এই চার দেশ। বাকিরা হলো, পঞ্চম স্থানে ফ্রান্স, সৌদি আরব ষষ্ঠ, সাউথ কোরিয়া সপ্তম , অষ্টম স্থানে রয়েছে জাপান, ইউকে নবম ও দশম স্থানে জার্মানী।
মিলিটারি ডিরেক্ট সংস্থার রিপোর্ট অনুযায়ী, প্রায় সব ক্ষেত্রেই এগিয়ে থাকলেও, সেনা বাজেট ও সেনা কর্মীদের বেতন স্কেল এ পিছিয়ে ভারত। প্রথম ও দ্বিতীয় দেশ বিশেষ করে চিনের ২৬১ বিলিয়ন সৈন্য ব্যায়ের তুলনায় ভারতের সৈন্য বাজেট ৭১ বিলিয়ন। যা চিন্তার বিষয় দিল্লির। কারণ ভারতীয় সেনা ১৫ দিনের দ্বিপাক্ষিক আক্রমণে প্রস্তুত হলেও, তালিকা অনুযায়ী এগিয়ে থাকছে চিন। তবে সৈন্য বাজেটে শীর্ষে আমেরিকা ও বেতনে শীর্ষে রয়েছে কানাডা।
ভবিষ্যতের দুনিয়াতে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে আমেরিকা ও চিন। ভারত চীনের প্রতিবেশী, সেক্ষেত্রে ভবিষ্যতে দিল্লির প্রতিপক্ষে থাকবে বেজিং। সামরিক তালিকা হলো তারই দর্পণ,সেই দিকে চিনা শক্তি কে রুখতে তৈরি ভারতীয় সৈন্য তবে তা সম্পূর্ন ভাবে বিনা সহযোগিতায় রুখতে প্রয়োজন চীনের সমান সমরিক ব্যায়ভার।