কলকাতা ব্যুরো: শুক্রবারের চেয়ে সামান্য কম। এটুকুই যা সান্ত্বনা। নাহলে দেশের করোনা পরিস্থিতি অগস্টের এই সপ্তাহান্তে উদ্বেগজনকই। টানা ২৩ দিন দৈনিক সংক্রমণে ব্রাজিল, আমেরিকাকে পিছনে ফেলে এক নম্বর স্থান ধরে রেখেছে ভারত। এর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ছাড়িয়ে গেল।
মোট আক্রান্তের নিরিখেও ব্রাজিল ও আমেরিকার চেয়ে ভারতের ফারাক দ্রুত কমছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৭৬,৪৭২ জন করোনা পজিটিভের হদিস মিলেছে। এর ফলে শনিবার পর্যন্ত দেশে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়ে গেল ৩৪,৬৩,৯৭৩।
সংক্রমণের এই গতি অব্যাহত থাকলে রবিবার এই অঙ্কটা যে ৩৫ লক্ষ পার হয়ে যাবে, তা নিয়ে সন্দেহ নেই। তবে দৈনিক সুস্থতাও পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫,০৫০ জন। ফলে ভারতে এদিন পর্যন্ত করোনা মুক্ত হলেন মোট ২৬,৪৮,৯৯৯ জন। দৈনিক মৃত্যু আজও হাজারের ওপর।
গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১,০২১ জন। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা হয়ে গেল ৬২,৫৫০। দৈনিক মৃত্যু গোটা বিশ্বেই বাড়ছে। বিশ্বের সামগ্রিক নিরিখে আবার সুস্থতা কমছে। মৃতের সংখ্যা বিশ্বে ৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
Previous Articleকাশ্মীরের সোপিয়ান-পুলওয়ামায় গুলির লড়াই
Next Article জুভেন্টাসেই রোনাল্ডো, যোগ দিতে পারেন সুয়ারেজও
Related Posts
Add A Comment