কলকাতা ব্যুরো : আজ কালীপুজো। সারাদেশ সেজে উঠেছে কালীপুজো ও দেওয়ালি উপলক্ষে। আলোর উৎসবে মাতোয়ারা কলকাতা। জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের লাইট এবং মোমবাতি বিক্রি হচ্ছে। ফুলের দোকানে নজরকাড়া ভিড়। ভিড় সামলানো দায় দশকর্মা ভান্ডার গুলিতে।
আজ শক্তির আরাধনা প্রস্তুতি শুরু হয়ে গেছে কালিঘাট থেকে কামাখ্যা, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বরে সর্বত্র। এদিকে লক্ষ লক্ষ মাটির প্রদীপে সেজে উঠেছে অযোধ্যা। কথিত আছে রাবণ বধ করে অযোধ্যায় আজকের দিনে ফিরেছিলেন শ্রী রামচন্দ্র। সেই উপলক্ষে অযোধ্যায় আজ দেওয়ালি পালিত হয়। চোখধাঁধানো তার রূপ, অপূর্ব তার সাজসজ্জা। মাটির প্রদীপে সেজে ওঠে অযোধ্যা। আলোর রোশনাই আজ দেখা যাবে কেদারনাথ মন্দিরে ও। অক্ষরধাম আলো দিয়ে সাজানো হবে।
এদিকে পাক হামলায় কাল ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা গতকাল প্রাণ হারিয়েছেন। তাদের মনোবল চাঙ্গা করতে জওয়ানদের সঙ্গে আজ দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।