এক নজরে

পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনা

By admin

November 20, 2020

কলকাতা ব্যুরো : বারে বারে ভারতে হামলা চালাচ্ছে জঙ্গিরা আর তাদের মদত দিচ্ছে পাকসেনা। তাই গত শুক্রবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গিদের জন্য তৈরি পাকসেনার একাধিক লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান প্ররোচনামূলক হামলার জবাব দিতে উরি ,কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চ প্যাড গুলো ছিল তাদের বেশ কয়েকটি ধ্বংস করে দিতে পেরেছে ভারতের সেনা। সূত্র থেকে জানা যাচ্ছে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই লঞ্চ প্যাড গুলিতেই হামলা চালানো হয় ।

সেদিনের হানায় জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ছাড়াও পাকসেনার একাধিক তেলের ডিপো, গোলাবারুদের ঘাঁটিও নষ্ট করে দিয়েছে ভারতীয় সেনা। পিটিআই সূত্র থেকে এক বিবৃতিতে বলা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চ এই অভিযানের ঘটনা গত ১৩

১৩ই নভেম্বর শুক্রবার ঘটেছে। পাশাপাশি সেনাপ্রধান পাকিস্তানকে সতর্ক করে বলেছেন ভারতে ঢোকার চেষ্টা করলে কোন জঙ্গি বাঁচবে না

সেনা সূত্রে খবর প্রবল তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে। স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার জন্য জঙ্গি সংগঠন গুলি মরিয়া হয়ে উঠেছে। তাদের সব রকম মদত দিচ্ছে পাকিস্তান। গত শুক্রবার ভোরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকতে গিয়ে একাধিক জঙ্গি মারা যায়। প্রতিশোধ নিতে তারপর থেকেই ৭৭৮ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখার উরি, নওগাঁ ইত্যাদি জনবসতি লক্ষ্য করে হামলা চালায় পাকসেনা। সেই হামলায় ভারতের বিএসএফের এক অফিসার, চারজন জওয়ান এবং সাধারণ নাগরিক মারা যান। আহতদের মধ্যে রয়েছে স্কুলপড়ুয়া।

প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে ভারত পাল্টা জবাব দেয় কামান ছাড়াও অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ছুড়ে হামলা চালায় ভারতীয় সেনারা। একাধিক লঞ্চপ্যাড নষ্ট হয়ে গেছে হামলায়। অন্তত ৭ থেকে ৮ জন পাকসেনা মারা গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে দুজন স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ড্যান্ট। চলতি বছরে পাকিস্থান চার হাজার বাহান্ন বার সংঘর্ষবিরতি লংঘন করেছে বলে দাবি ভারতীয় সেনার।