এক নজরে

রাষ্ট্রপুঞ্জের মহিলা কমিশনের ভোটে চিনকে হারিয়ে জয় ভারতের

By admin

September 15, 2020

কলকাতা ব্যুরো : রাষ্ট্রপুঞ্জের মহিলা কমিশনের ভোটে চিনকে হারিয়ে দিলো ভারত। নারী স্বাধীনতা ও ক্ষমতায়ন সংক্রান্ত কমিশনের সদস্য হলো ভারত ও আফগানিস্তান। চিন যোগ্যতা অর্জনের জন্য নুন্যতম ভোটও পেলো না। ভারতের রাষ্ট্রপুঞ্জের স্থায়ী প্রতিনিধি টি এস ত্রিমুর্তি এই খবর জানিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের মহিলা কমিশনের সদস্য হওয়া খুবই তাৎপর্যপূর্ণ বলে জানা গেছে।

সোমবার ভোটে ব্যালট ছিল ৫৪। কমিশনের সদস্য হবার জন্য নুন্যতম ভোট দরকার ছিল ২৮। গণনায় দেখা যায় সবথেকে বেশি ভোট পায় আফগানিস্থান । এই দেশ ৩৯ টি ভোট পায়। ৩৮ টি ভোট পেয়ে ভারত দ্বিতীয় স্থানে আসে। চিন পায় ২৭ টি ভোট। ত্রিমুর্তি এক টুইট বার্তায় লেখেন , ” লিঙ্গবৈষম্য দূরীকরণ ও নারী ক্ষমতায়নের জন্য আমাদের লড়াইয়ের স্বীকৃতি এটা। “