কলকাতা ব্যুরো: একদিনের সংক্রমণে বিশ্বে এক নম্বরে থাকার রেকর্ডটা সোমবার পর্যন্ত একটানা ভারতের তো রইলোই, তার ওপর এদিন যোগ হলে দৈনিক মৃত্যুতেও বিশ্বে এক নম্বর হওয়ার রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস প্রাণ কেড়েছে ১,১৩৬ জনের। মৃত্যু বাড়ার পাশাপাশি কমেছে সুস্থতার পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ৭৭,৫১২। দৈনিক সংক্রমণ আছে ৯০ হাজারের ওপরেই।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯২,০৭১। ফলে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪৮ লক্ষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৪৮,৪৬,৪২৮। সংক্রমণে মূল অংশীদারি সেই ৫টি রাজ্যেরই। মহারাষ্ট্র, তামিলনাড়ু,কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ।

দিল্লি নিয়ে আবার উদ্বেগ বাড়ছে। আরও কয়েকটি রাজ্য নিয়েও চিন্তা কমছে না। সুস্থতার হার সোমবারের তথ্য অনুযায়ী ৭৮। মৃত্যুহার ১.৬৪। দেশে এদিন পর্যন্ত মোট করোনা মুক্তের সংখ্যা ৩৭,৮০,১০৭। মৃতের মোট সংখ্যা দেশে ৭৯,৭২২।

Share.
Leave A Reply

Exit mobile version