কলকাতা ব্যুরো: রবিবারই ভারত-চিন ১৩তম বৈঠক ৷ সামরিক সূত্রে জানা গিয়েছে, দু’দেশের সীমান্তবর্তী অঞ্চলে সেনা সরিয়ে নেওয়া নিয়ে এই বৈঠকটি ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’-এ চিনের দিকে মলডো নামক জায়গায় হওয়ার কথা ৷ বৈঠকে হট স্প্রিং অঞ্চল নিয়ে আলোচনা হবে, জানিয়েছে সূত্র।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, আশা করা যায় চিন দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রোটোকল মেনে এলএসি সংক্রান্ত বিষয়গুলির মীমাংসা করবে ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আমরা আশা করছি যে, চিন দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রোটোকল অনুযায়ী পূর্ব লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বাকি বিষয়গুলির নিষ্পত্তি করবে ৷”
এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দেখা করেন ৷ সেখানে দু’পক্ষের মধ্যে দু’দেশের সীমান্তবর্তী অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ৷