কলকাতা ব্যুরো: সোমবার রাত থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই ভারত ও চিনের বিদেশমন্ত্রী এক বৈঠকে বসতে চলেছেন। সম্প্রতি রাশিয়ায় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠকের পর এখন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের দিকে নজর রয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য সম্প্রতি বলেছেন, সীমান্তে উত্তেজনা চলবে আর দুই দেশের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক কাজকর্মও চলবে, এটা আশা করা ঠিক নয়।