এক নজরে

মস্কো বৈঠকে ফের চিনের সঙ্গে কথা!

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে উপস্থিত হতে মস্কো পাড়ি দিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে তিনি নতুন করে কথা বলবেন কিনা তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।ইতিমধ্যে মস্কোতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। এবার বিদেশ মন্ত্রীদের বৈঠক যাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী। লাদাখ ও অরুণা চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা।মস্কো যাওয়ার পথে তার তেহেরানে কিছু সময় বিশ্রাম নেওয়ার কথা। তখন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে সূত্রের খবর।