এক নজরে

সীমান্তে উত্তেজনা কমাতে মস্কোয় যৌথ বিবৃতি ভারত-চিনের

By admin

September 11, 2020

কলকাতা ব্যুরো: দুই দেশের সীমান্ত উত্তেজনা কমাতে মস্কোয় যৌথ বিবৃতি প্রকাশ করলো ভারত ও চিন। বুধবার মস্কোয় ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই এর মধ্যে বৈঠকের পরে জারি করা হয় ওই বিবৃতি। সীমান্ত উত্তেজনার কালে দুই দেশের বিদেশ মন্ত্রীর প্রকাশিত ওই যৌথ বিবৃতি রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে একটি সদর্থক পদক্ষেপ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। আপাতত সীমান্ত উত্তেজনা কমাতে তা সহায়ক হবে বলেই আশা করা হচ্ছে।

কি বলা হয়েছে বিবৃতিতে ? বলা হয়েছে, আন্তর্জাতিক চুক্তি এবং প্রটোকল মেনে চলবে দুই দেশই। দুই দেশই সীমান্ত উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকবে। নিরাপদ দূরত্ব বজায় রেখেই সেনা ও বিশেষ প্রতিনিধি স্তরে চলবে আলোচনা ও বৈঠক। ঐকমত্যর ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলিতে মান্যতা দেওয়া হবে। শান্তি প্রতিষ্ঠার উদ্দেশে কাজ করবে দুই দেশ। দুই দেশই মনে করছে, এই উত্তেজনায় লাভ হচ্ছেনা ভারত বা চিন কারোরই।

সাংহাই কোঅপেরেশন অর্গানাইজেশনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারত ও চিনের বিদেশমন্ত্রী। সেখানেই আলাদা করে বৈঠক করেন তাঁরা। এর আগে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী স্তরেও দিন কয়েক আগে হয়েছে বৈঠক।