কলকাতা ব্যুরো: সোমবার গভীর রাতে লাদাখে প্যাংগং লেকের ধারে হঠাৎই গুলি বৃষ্টি শুরু হয়। সেখানে গত তিন মাস ধরে চিন এবং ভারতের সেনারা প্রায় মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। রাতেই এএন আই নিউজ এজেন্সি গুলি চলার কথা জানিয়ে টুইট করে।
রাতে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু এজেন্সি না জানালেও প্যাংগং লেক ঘিরে চরম উত্তেজনা রয়েছে বলে খবর।
এর আগে ১৬ জুন লাদাখের গলওয়ান ভ্যালিতে প্রবল উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার না হলেও শেষ পর্যন্ত জানা যায় চিনা সেনার হাতে অন্তত কুড়ি জন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।


সেই ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছুটতে হয় লাদাখ। তখন থেকেই লাদাখের প্যাংগং লেক এর পশ্চিম দিক ঘিরে সেনা বাড়াচ্ছে চিন। ভারতও আশপাশে পাহাড়গুলির মাথায় ঘাঁটি গেড়েছে।
এই অবস্থায় গত ২৮ আগস্ট চিনা সেনা লাইন অফ একচুয়াল কন্ট্রোল কাছাকাছি চলে আসে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে। আর তারপরেই অরুণাচল প্রদেশের প্রত্যন্ত সীমান্ত এলাকা থেকে পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ ওঠে লাল আর্মির বিরুদ্ধে। যদিও তিন দিন পরেও সেই নাগরিকদের কোন খোঁজ পাওয়া যায়নি।
এই অবস্থায় সোমবার গভীর রাতে প্যাংগং লেক ঘিরে গুলির আওয়াজ নতুন করে উত্তেজনার বাড়াচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version