এক নজরে

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে উপার্জিত সুদের পুরোটাই করমুক্ত

By admin

February 01, 2021

কলকাতা ব্যুরো- করোনা আবহে এবছর সংসদে হয়ে গেল বাজেট পেশ। এদিন অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক বাজেট পেশ করেন। করোনাকালে প্রায় ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে বিশেষ জোর দেওয়া হয়েছে বাজেট ২০২১-এ। এরই মধ্যে প্রবীণদের জন্য আয়কর ছাড়ের বড়সড় স্বস্তি দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখন থেকে ৭৫ বছর ও তার বেশি বয়সী যারা পেনশনভোগী ও সুদের ওপর নির্ভরশীল তাদের কে আয়কর রিটার্ন জমা দিতে হবে না। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে উপার্জিত সুদের পুরোটাই করমুক্ত করা হয়েছে। ২০২১ সালের বাজেটের অন্যতম বড় ঘোষণাই হল প্রবীণদের জন্য এই আয়করের ছাড়। এই ছাড়ের কথা প্রতি বছর শোনা গেলেও এর আগে কোনদিন পদক্ষেপ নেওয়া হয়নি সরকারের তরফে। ৭৫ বছর ও তার বেশি বয়সীদের অর্জিত সুদের ওপর ছাড় দিয়ে প্রত্যাশা পূরণ করলেন নির্মলা সীতারামন। তবে আজকের বাজেটে কোন ব্যাক্তিগত আয়করের কথা ঘোষণা করা হয়নি।

অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘সাধারণ মানুষের ওপর করের বোঝা কমাতে এই ঘোষণা করা হল। প্রবীণরা স্বস্তি পাবেন অনেকটাই। এতদিন সুদের ওপর যে কর দেওয়ার চিন্তা ছিল সেটা এখন থেকে প্রবীণদের জন্য ছাড় দেওয়া হল।’ তবে এই বিষয়ে আদৌ কতটা সুবিধা মিলবে? এদিন অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী জানান, ‘প্রবীণদের ওপর এই কর ছাড়ের খুব বেশি সুবিধা পাবে বলে মনে হয় না। ৬০ বছরের বেশি বয়সী ব্যাক্তিরা কিন্তু সুদের ওপর কর ছাড়ের সুবিধা পাবে না। বর্তমানে ব্যাঙ্কগুলি অনেকটাই সুদের হার কমিয়ে দিচ্ছে। তবে ৭৫ বছর বয়সী প্রবীণরা কত টা এই কর ছাড়ের সুফল পাবেন সেটাই দেখার বিষয়।’