কলকাতা ব্যুরো: পার্শ্বশিক্ষকদের আদি গঙ্গায় নেমে আন্দোলনের জেরে আবার নিরাপত্তা বাড়ানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির। তার বাড়ির চারদিকে এখন থেকে আরও আঁটোসাঁটো হচ্ছে নজরদারি। হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়িকে কেন্দ্র করে সাতটি চৌকি বসবে পুলিশের। সেজন্য বেশ কয়েকজন ইন্সপেক্টর পদ আরো বাড়ানো হয়েছে। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওখানে বাড়তি নিরাপত্তার জন্য পাঠানো হচ্ছে। যে আদিগঙ্গায় নেমে মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে আন্দোলন করতে গিয়ে পার্শ্বশিক্ষকরা হইচই ফেলে দিয়েছিলেন, সেই আদিগঙ্গায় পুলিশ নামিয়ে দিয়েছে স্পিড বোর্ড। ফলে আগামী দিনে আর আদিগঙ্গার পচা পাকে নেমেও আন্দোলনের সুযোগও থাকলো না।
আলিপুর জেলের দিকে এতদিন নিরাপত্তা থাকলেও, তার খুব কড়া কড়ি ছিলনা। সেই সুযোগেই দুদিন আগে আন্দোলনকারীরা ওই পথ দিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রীর বাড়ির গায়ে আদিগঙ্গা। এবার আলিপুর সংশোধনাগারের পাঁচিল এলাকাতেও বসছে পুলিশ চৌকি। সেখানে ইন্সপেক্টর এর নেতৃত্বে একদল পুলিশ কর্মী দিনরাত নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এর আগে আলিপুর সংশোধনাগারের বন্দিরা পাচিলের উপরে উঠে মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি জুড়ে দেওয়ায় তখন সর্তকতা হিসেবে কিছুটা নিরাপত্তা বেড়েছিল মুখ্যমন্ত্রীর বাড়ির। আর এবার আন্দোলনকারীদের আদিগঙ্গায় নেমে দৃষ্টি আকর্ষণ এর জেরে আরো বাড়লো মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা।