মৈনাক শর্মা
বেশিরভাগ সাস্থ্য কেন্দ্রে বন্ধ টিকা করণ। তাই পূনরায় করোনা টিকা শুরু করতে জুন মাসে আসতে পারে সিরামের কোভিশিল্ড টিকা। সম্প্রতি কেন্দ্রকে পাঠানো এক চিঠিতে নয় থেকে দশ কোটি টিকার ডোজ দেওয়ার কথা জানায় সিরাম। মে মাসে নিজেদের উৎপাদনের সামর্থ্য ৬.৫ কোটি ডোজ বাড়ায় সিরাম। দেশবাসীকে করোনা মুক্তের লক্ষ্য নিয়ে দিনে চব্বিশ ঘন্টা কাজ করে চলেছে তাদের কর্মচারীরা বলেও জানান সরকার ও সীরামের যোগ সূত্রের দায়িত্বপ্রাপ্ত প্রকাশ কুমার সিং।
মে মাসের প্রথমেই তারা ৬.৫ কোটি ডোজ তৈরী করে যা জুনেই আসতে পারে কেন্দ্রের হাতে। ৭ কোটি ডোজ দেওয়া হবে জুলাই মাসে। নিজেদের উৎপাদনের ক্ষমতা আরও বাড়িয়ে ১০ কোটি ডোজ আসতে পারে আগস্ট বা সেপ্টেম্বর মাসে। চিঠিতে এমনই জানান প্রকাশ কুমার।
বর্তমানে অন্তনির্ভর প্রকল্পে করোনার টিকা হিসেবে ভারতে চলছে সিরমের কোভিশিল্ড ও ভারত বায়োটেক কোম্পানির কোভ্যাক্সিন। রাশিয়ার স্পুটনিক ফাইভ হতে পারে তৃতীয় ভ্যাকসিন বিকল্প। তবে একদিকে টিকার জোগান বাড়লেও অন্য দিকে বেড়েই চলেছে টিকার অপচয়। কেন্দ্র সাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের ৬.৩ শতাংশ গড় ভ্যাকসিন অপচয়় হচ্ছে। অপচয়ের তালিকায় প্রথম সারিতে রয়েছে ঝাড়খণ্ড, ছত্তিসগড় , তামিলনাড়ু , জম্মু কাশ্মির ও মধ্য প্রদেশ। যা চিন্তা বাড়াচ্ছে দিল্লির।