এক নজরে

ক্ষমতায় আসলে প্রতি মৎসজীবী ৬ হাজার টাকা করে পাবেন

By admin

February 18, 2021

কলকাতা ব্যুরো – ১১ তারিখ উত্তর বাংলায় পরিবর্তন যাত্রা শুরু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এই বার গেরুয়া শিবিরের পঞ্চম দফার পরবর্তন যাত্রার সূচনা করতে আবার একবার রাজ্যে হাজির স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার তথা গতকাল রাতেই শহর চলে এসেছেন তিনি। এই দিন কপিলমুণির আশ্রমে পুজো দিয়ে সূচনা করবেন তার দক্ষিণ ২৪ পরগণার জেলা সফর, এমনটা আগেই জানা গিয়েছিল সূত্র হতে। কপিল মুণির আশ্রম হতে তিনি পৌঁছে গেলেন নামখানায়। সেখানে শাহের সভাকে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কালো পতাকা দেখালেন শাহ। শাহের বক্তব্য, এমন বিশৃঙ্খলার কারসাজি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থল থেকে সরানো হয়েছে সেই সমস্ত মহিলাদের। এরপর সভায় বক্তব্য রাখেন শাহ।

তিনি বলেন,”এখানে শিক্ষকরা জলে নেমে নিজেদের যোগ্য প্রাপ্যের জন্য প্রতিবাদ করছে। বাংলায় বিজেপি সরকার আসলে এমন পরিস্থিতি আসবে না। শিক্ষকদের জন্য তৈরি করা হবে এক বিশেষ কমিটি। সেখানে শিক্ষকদের সমস্ত সমস্যার করা হবে সমাধান। ” এর পর তিনি আরও বলেন,”মৎসজীবীদের মাছ তৃণমূলের গুণ্ডারা খেয়ে নিয়েছে।” ক্ষমতায় আসলে প্রতি মৎসজীবী ৬ হাজার টাকা করে পাবেন, প্রতিশ্রুতি দেন অমিত শাহ। এইদিন নামখানার সভা থেকে হুঙ্কার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য,কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন চালু করেছে। কিন্তু বাংলায় এখনও এই বেতন কমিশন চালু করা হয়নি। গেরুয়া শিবিরের সরকারে গঠন হলে সপ্তম বেতন কমিশন সরকারি কর্মীদের জন্য লাগু করা হবে।