এক নজরে

প্রতিদিন টিভিতে দেখাতে হবে দেশের ম্যাপ

By admin

November 09, 2021

কলকাতা ব্যুরো: দেশের সমস্ত নিউজ চ্যানেলকে পাকিস্তানের ম্যাপ দেখাতে হবে। এমনই নির্দেশ জারি করেছে ইমরান খান সরকার। প্রতিদিন রাত ৯টার নিউজ বুলেটিন সম্প্রচারের আগে দেশের মানচিত্র দেখাতে হবে চ্যানেলগুলিকে। এব্যাপারে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) এক নির্দেশিকা জারি করেছে বলে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিদিন নিয়মিতভাবে রাত ৯টার নিউজ সম্প্রচারের আগে নিউজ চ্যানেলকে দু’সেকেন্ডের জন্য পাকিস্তানের রাজনৈতিক মানচিত্রের ফ্ল্যাশ দেখাতে হবে। সরকারি-বেসরকারি সব চ্যানেলকেই এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত আগস্ট মাসে পাকিস্তানের নয়া মানচিত্রের অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। সেই মানচিত্রে কাশ্মীর ও গুজরাতের একাংশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা হয়।