এক নজরে

Weather Updates: বৃষ্টিযোগে শীতের বিদায় ঘণ্টার পূর্বাভাস হাওয়া অফিসের

By admin

January 31, 2022

কলকাতা ব্যুরো: চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দুটো দিনে কনকনে শীতের আমেজ কলকাতাকে জুবুথুবু করলেও তা পয়তাল্লিশ বছর আগের রেকর্ড ভাঙার জায়গায় অন্তত নেই। রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আজ সোমবার শীতের আমেজ বজায় থাকলেও তাতে তাপমাত্রার পারদের অধোগতির কোনও পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

রৌদ্রজ্বল দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং ১৩ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। ঋতুচক্রের হিসেব মত শীতের বিদায় কার্যত আসন্ন। পারদ পতন ফেব্রুয়ারির প্রথম দিন থেকে না হওয়ার সম্ভাবনা প্রবল। ধীরে ধীরে তাপমাত্রা শুধু বাড়বেই না তা বৃহস্পতিবার নাগাদ ১৮ ডিগ্রিতে পৌঁছোতে পারে।

পাশাপাশি ফের পশ্চিমী ঝঞ্ঝা কাঁটায় বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫ ফেব্রুয়ারি শনিবার স্বরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরেই হয়তো শীত বিদায়ের সুর জোরাল হবে। ফাল্গুনের আবহ ঠান্ডা হবে কি না, তা হাওয়া অফিস জোর দিয়ে বলতে পারছে না। তবে, শীতের বিদায় ঘণ্টা বাজতে দেরি নেই তা মালুম হচ্ছে।