কলকাতা ব্যুরো: ঠাণ্ডা আর গরম মিশিয়ে একটা মিশ্র আবহাওয়া রয়েছে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে। এর মধ্যে ফিরতে পারে বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২-৩ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বাদ যাবে না দক্ষিণবঙ্গও। মঙ্গল ও বুধবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে আবাহওয়া অফিস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু’টিই বৃদ্ধি পাওয়ায় গরম অনুভব হচ্ছে। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৪ শতাংশ এবং ৪৩ শতাংশ।

মঙ্গলবার কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। হাওয়া অফিস জানিয়েছে বুধবার থেকে ঠাণ্ডা পড়তে পারে রাজ্যে। বৃষ্টির পর আসবে শীতের আমেজ। বুধবার থেকেই নামবে পারদ।

আবহাওয়া অফিসের অনুমান তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রির নিচে নামতে পারে। উত্তুরে হাওয়া বইবে জেলাগুলোতে। হাওয়ার দাপট বাড়বে বুধবার এবং পরবর্তী দিনগুলোতে। সপ্তাহের শনি ও রবিবার তাপমাত্রা বেশ কিছুটা কমে যেতে পারে। সব মিলিয়ে সাময়িক বিরতির পরে স্বমহিমায় শীত ক্রিজে নামবে।