এক নজরে

Winter In Bengal: রাজ্যে ফিরছে শীতের আমেজ

By admin

November 18, 2021

কলকাতা ব্যুরো: বৃহস্পতিবারও মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ থাকবে রাজ্যে। আগামী ২-৩ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বুধবারও দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

বৃহস্পতিবার শহর ও তৎসংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩% এবং সর্বনিম্ন ৪৭%। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা কমার ইঙ্গিতে শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

ভোরের দিকে কুয়াশা থাকবে। জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে উত্তরবঙ্গের আবহাওয়ায় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বুধবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১২ ঘণ্টায় দক্ষিণপূর্ব এবং সংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাব পড়বে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে ৷