এক নজরে

Illegal Construction Eviction: কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বেআইনি নির্মাণ উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

By admin

December 20, 2021

কলকাতা ব্যুরো: কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাজ্য সড়কের দু’পাশে বেআইনি নির্মাণ আগামী শুক্রবারের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার কাকদ্বীপের মহকুমাশাসককে এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। তবে নির্দেশ পালন হল কি না তা জানানোর জন্য শুক্রবার সকাল সাড়ে দশটায় কাকদ্বীপের মহকুমা শাসককে আদালতে ব্যক্তিগত ভাবে হাজির হয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

এর আগে বিচারপতি দীপঙ্কর দত্ত ২০১৬ সালে ওই রাস্তার দু’পাশের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। পাঁচ বছর হয়ে গেলেও সেই নির্দেশ মানা হয়নি। গত সেপ্টেম্বর মাসে মামলাটি ফের ওঠে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। চলতি বছরের ২ সেপ্টেম্বর ১৫ দিনের মধ্যে জবরদখল উচ্ছেদের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা কিন্তু সেই নির্দেশও যথাযথ পালন করা হয়নি। এরপরই আদালত অবমাননার মামলা হয় হাইকোর্টে। তাঁর নির্দেশ এতদিনেও কার্যকর না করায় আগামী শুক্রবারের মধ্যে মহকুমা শাসককে বেআইনি নির্মাণ উচ্ছেদ করার নির্দেশ দেন ক্ষুব্ধ বিচারপতি।

উল্লেখ্য, প্রত্যেক বছর জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নানের তাগিদে ছুটে আসেন। করোনা পরিস্থিতির কারণে গত দু’বছর মেলা অনুষ্ঠিত হলেও সুরক্ষা বিধি সহ একাধিক নির্দেশ মেনে মেলা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরেও জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে বলে প্রশাসন সূত্রে খবর।