কলকাতা ব্যুরো: মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দায়িত্ব আরও বাড়ালো। তৃণমূল কংগ্রেস তৃতীয়বার সরকার গঠন করার পর থেকেই তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সঙ্গে আরও দু’টি দফতর পাবলিক এন্টারপ্রাইজ ও ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন এই দুটি দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন।

শুক্রবার ক্রেতা সুরক্ষা দফতর, স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের দায়িত্বভারও তাঁকে দেওয়া হল।

এই দফতরগুলির দায়িত্ব সামলাচ্ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় সংশ্লিষ্ট দফতরগুলি অভিভাবকহীন হয়ে পড়ে। সেই কারণেই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাতে এই নতুন দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। রাজভবন থেকে রাজ্যপালের স্বাক্ষর করা বিজ্ঞপ্তি জারি করেই তাঁর হাতে দায়িত্ব দেওয়া হয়েছে।

এখন থেকে সুব্রত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পাবলিক এন্টারপ্রাইজ, ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ছাড়াও ক্রেতা সুরক্ষা, স্বনিযুক্তি ও স্বনির্ভর দফতর দু’টি সামলাবেন।

২০১১ সাল থেকে ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব পান সাধন পাণ্ডে।

Share.
Leave A Reply

Exit mobile version