কলকাতা ব্যুরো : ফুটবল মরশুম শুরু হয়ে যাচ্ছে ৬ ডিসেম্বর থেকে। আইএফএ শিল্ড ফের বল গড়াচ্ছে রাজ্যে। আইএফএ শিল্ডে মোহনবাগান যে খেলবে না সে কথা আগেই জানিয়ে দেয়া হয়েছিল দলের তরফে। শিল্ডের সময়সূচি পরিবর্তন না হওয়ায় সরে দাঁড়ালো ইস্ট বেঙ্গল।

কলকাতার দুই প্রধান কে বাইরে রেখে এবারের শিল্ড অনেকটাই ম্লান। তবে মোহনবাগান ইস্টবেঙ্গল কে বাইরে রেখেই শিল্ড আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। কলকাতার একটি পাঁচতারা হোটেলে বারোটি ক্লাবকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। লীগ ও নকআউট ভিত্তিতে টুর্নামেন্টের ক্রীড়াসূচী ও প্রকাশ করা হয়েছে। গোকুলাম এফসি, মোহামেডান স্পোর্টিং, ইন্ডিয়ান অ্যারোজ এফসি ছাড়াও পিয়ারলেস, এলিয়েন্স, বিএসএফ স্পোর্টিং ইউনাইটেড স্পোর্টস, খিদিরপুর, কালীঘাট, সাউদার্ন সমিতি ও জর্জ টেলিগ্রাফ খেলছে এবারে। ৬ ডিসেম্বর শুরু হচ্ছে শিল্ড। শেষ হবে হাজার ১৯ ডিসেম্বর। খেলা হবে কল্যাণী, বারাসাত ও হাওড়া স্টেডিয়ামে।

আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন কোভিড স্বাস্থ্যবিধি মেনে শিল্ড টুর্নামেন্টের আয়োজন করা হবে। এই রাজ্যে খেলা শুরু করাটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে।

Share.
Leave A Reply

Exit mobile version