কলকাতা ব্যুরো: কোন ব্যক্তি করোনা নিয়ন্ত্রণের বিধি ভঙ্গ করলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবেন জেলাশাসক। রাজ্যে করোনা নিয়ন্ত্রণে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার দেওয়া নির্দেশে গোটা ব্যবস্থা কার্যকর করতে, জেলা শাসক ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দায়িত্ব দিয়েছে। একই সঙ্গে বিধি ভঙ্গ হলে ছাড় পাবেন না রাজনৈতিক নেতারাও। রোড শো বা সভা করতে গিয়ে যেভাবে তৃণমূল, বিজেপি বা অন্য দলের নেতারা কোন বিধি মানছেন না, তাও নজরে এসেছে হাইকোর্টের। হাইকোর্টের রায় জানিয়ে দিয়েছে, নেতাদের দায়িত্ব রয়েছে সমর্থকদের করোনা বিধি মানানোর। তার আগে নিজেদেরকেই সেই নির্দেশ মানতে হবে যদি তা না হয়, সে ক্ষেত্রে জেলাশাসক ও নির্বাচন আধিকারিক যেকোনো সভা বা মিছিল বাতিল করতে নির্দেশ দেবেন। এমনকি নেতারাও পার পাবেন না বিধি ভঙ্গ করলে।
নির্বাচনী প্রচার বা যে কোন ক্ষেত্রেই বড় ভিড় এড়াতে হবে। তার জন্য যাবতীয় দায়িত্ব নিতে হবে জেলাশাসক এবং রাজ্যের নির্বাচনী আধিকারিককে। যদি কোথাও করোনা বিধি ভঙ্গ হয়, তার জন্য ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন জেলাশাসক ও রাজ্য নির্বাচন আধিকারিক। মঙ্গলবার প্রধান বিচারপতি তার রায়ে স্পষ্ট করে জানিয়ে দিলেন, কোনমতেই করোনা বিধি ভঙ্গ করা যাবে না।প্রতিটি রাজনৈতিক দলকেই ভোট প্রচার করতে হলে তার সঙ্গেই করোনা সচেতনতা ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে লিফলেট বিলি করতে হবে প্রত্যেককে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। একইসঙ্গে স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। ভিড় বেশি করা যাবে না। জেলাশাসক মনে করলে কোথাও বড় জমায়েত বাতিল করতে পারবেন।