কলকাতা ব্যুরো: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধান। সোমবার পঞ্জাবের অমৃতসরে টিফিন বক্সে মিলেছিল আইইডি ও পাঁচটি হ্যান্ড গ্রেনেড। আর তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই শিলংয়ের লিউ শিলং বাজারে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটলো। অমৃতসরে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পঞ্জাব পুলিশের শীর্ষ কর্তাদের প্রাথমিক অনুমান পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ওই বিস্ফোরক ভারতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পিছনে স্থানীয় কারও মদত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, জম্মু বিমানবন্দরে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। ওই বিস্ফোরণে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে বলে একপ্রকার নিশ্চিত গোয়েন্দারা। গত কয়েকমাসে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ড্রোনের হদিশ মিলেছে। ড্রোনের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে নাশকতার ছক কষেছে জঙ্গিরা। তবে জঙ্গিদের সেই পরিকল্পনা ভেস্তে দিতে সচেষ্ট ভারতীয় সেনাবাহিনী। সীমান্ত লাগোয়া এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে ড্রোনের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।
তবে কিছুদিন আগেই (২২ জুলাই, ২০২১) জম্মুর আখনুরে একটি সন্দেহভাজন ড্রোন গুলি করে নামায় ভারতীয় সেনাবাহিনী। সেই ড্রোনটিতেও বিস্ফোরক পাঠানো হয়েছিল। পাঁচ কেজি আইইডি ছিল ওই ড্রোনে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-এ-তইবার যোগ ছিল সেই ঘটনায়। এবার পঞ্জাবের অমৃতসরে মিলেছে টিফিন-বক্স ভর্তি বিস্ফোরক।
পুলিশ সূত্রে খবর, রবিবার অমৃতসরের দলেকে গ্রামে একটি ব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগের মধ্যে থাকা টিফিন বক্সেই ছিল বিস্ফোরক। বাচ্চাদের একটি টিফিন বক্সে আইইডি মেলে বলে জানা যায়। এছাড়াও ব্যাগে মিলেছে পাঁচটি হ্যান্ড গ্রেনেড। সম্ভবত পাকিস্তান থেকেই ড্রোনের মাধ্যমে ওই বিস্ফোরক পাঠানো হয়েছে বলে অনুমান পঞ্জাব পুলিশের।
অন্যদিকে মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ শিলংয়ের লিউ শিলং এলাকার একটি স্থানীয় বাজারের কাছে আচমকাই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে দুজন সামান্য জখম হয়েছেন। এইচএনএলসি (Hynniewtrep National Liberation Council) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক ফেসবুকের পেজে লিখেছেন আরও একবার এইচএনএলসি আইইডি বিস্ফোরণের দায় স্বীকার করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন বাজারের পার্কিং লটেই আইইডি বিস্ফোরণ হয়েছে। দুর্ঘটনায় শিলংয়ের এক মহিলা জখম হয়েছেন। তিনি পার্কিং লটের কাছেই একটি চায়ের দোকান চালান। জানা গিয়েছে, তিনি যখন দোকান পরিষ্কার করছিলেন তখনই আচমকা ঘটে যায় বিস্ফোরণ। কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি।
তবে দুর্ঘটনায় ২ ব্যক্তি জখম হয়েছেন। তবে দুজনকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়়ে দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে এসে পূর্ব খাসি হিলসের পুলিশ সুপারিন্টেডেন্ট জানিয়েছেন, কম তীব্রতার বিস্ফোরণ হয়েছে। এটা আইইডি বিস্ফোরণ। দুজন সামান্য জখম হয়েছেন। এইচএনএলসি ফেসবুকে দায় স্বীকার করেছে। বর্তমানে যেটা করণীয় সেটা করছি।’
এদিকে পুলিশ সূত্রে খবর এর আগে এই সংগঠন নানাভাবে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করতো। খাসি ও জয়ন্তিয়া পাহাড়ে মৃদু বিস্ফোরণের সঙ্গে এরা জড়িত ছিল বলে অভিযোগ।