এক নজরে

ICMR COVID Testing: ঝুঁকি না থাকলে আন্তঃরাজ্য ভ্রমণে করোনা পরীক্ষার প্রয়োজন নেই

By admin

January 11, 2022

কলকাতা ব্যুরো: দেশে ওমিক্রন ভীতির মধ্যে নয়া নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান ইস্টিটিউট অব মেডিক্যাল রিসার্চ। তাতে বলা হয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে উচ্চ ঝুঁকি হিসাবে চিহ্নিতদের ছাড়া বাকিদের কোভিড পরীক্ষার দরকার নেই। আন্তঃরাজ্য ভ্রমণকারী উপসর্গবিহীন ব্যক্তি, হোম আইসোলেশনের পরামর্শ দেওয়া রোগীদের ক্ষেত্রেও করোনার পরীক্ষা করার প্রয়োজন নেই।

সোমবার জারি করা সর্বশেষ নির্দেশিকায় আইসিএমআর বলেছে, করোনার উপসর্গ থাকা রোগী, উচ্চ ঝুঁকি সম্পন্ন যেমন, ৬০ বছরের বেশি বয়সী এবং কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের পরীক্ষা করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণকারী ব্যক্তি এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের ভারতীয়দের বিমানবন্দর এবং বন্দরগুলি বর্তমান নির্দেশিকা অনুসারে পরীক্ষা করতে হবে।

হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে কোভিড পরীক্ষার অভাবে কোনও জরুরি চিকিৎসায় দেরি করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আইসিএমআর। শুধুমাত্র করোনা পরীক্ষা হয়নি বলে রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা যাবে না। নমুনা সংগ্রহ করার সমস্ত ব্যবস্থা করতে হবে।

গর্ভবতী মহিলা-সহ উপসর্গহীন রোগী যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের করোনা পরীক্ষার প্রয়োজন নেই। যাঁদের অস্ত্রোপচার হচ্ছে তাঁদের ক্ষেত্রেও নিয়মটা একই থাকবে। তবে এই ধরনের রোগীদের যদি উপগর্স দেখা দিতে শুরু করে সেক্ষেত্রে পরীক্ষা করাতে হবে বলে নির্দেশ দিয়েছে আইসিএমআর।