অয়ন ঘোষ, কলকাতা ব্যুরো : ভোট কলরবের মাঝে ফের মাথা চাঁড়া দিয়ে উঠল কয়লা পাচার কান্ড। এবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করল বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে। সূত্রের খবর, অশোকবাবুকে জিজ্ঞাসাবাদ করার জন্যে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে যে এই পুলিশ অফিসার আবার তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের আত্মীয়।কয়লা এবং গরু পাচার কাণ্ডে ইডি ছাড়াও তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। পুলিশ-প্রশাসনের আধিকারিকদের দফায় দফায় জিজ্ঞাসাবাবাদ করছে এই দুই সংস্থা। তদন্তকারীরা মনে করছেন, গরু এবং কয়লা পাচারের ঘটনায় পুলিশ-প্রশাসনের একাংশ জড়িত।
গত শনিবার কলকাতার নিজাম প্যালেসে দ্বিতীয়বারের জন্য জেরা করা হয় কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে। কিন্তু তাঁর উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই। আর সেই কারণেই সোমবার ফের তাঁকে তলব করা হয়েছে। এর পাশাপাশি ইডিও এই দুই ঘটনায় আর্থিক তছরুপের তদন্ত চালিয়ে যাচ্ছে।এছাড়াও আইডি সুত্রে খবর পাওয়া গাছে যে তাঁরা যে তালিকা তৈরী করেছেন, সেই তালিকা ধরেই জেরা চলছে। যাঁদের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলছে, তাঁদের হেফাজতে নেওয়া হচ্ছে। এর আগে, গরু পাচার কাণ্ডে বিএসএফ কম্যান্ডান্ট সতীশ মিশ্রকেও গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার হন এনামুল হক। কয়লা ও গরু পাচারে তাঁদের জেরা করে জানা গিয়েছে, এ রাজ্যে কয়লা এবং গরু পাচারে বেশ কয়েক জন প্রভাবশালী জড়িত রয়েছেন। তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের প্রক্রিয়া শুরু করতে পারে দুই তদন্তকারী সংস্থা