এক নজরে

আমি বাংলাকে বিশ্ব সেরা করবই, নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি মমতার

By admin

December 17, 2021

কলকাতা ব্যুরো: বিধানসভা ভোটের আগে রাজ্যে নির্বাচনী প্রচারে এসে বাংলার দুর্গাপুজো নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। দাবি করেছিলেন বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। বাংলার তথা কলকাতার সেই দুর্গাপুজো পেয়েছে হেরিটেজ তকমা। সেই নিয়েই নির্বাচনী প্রচার সভা থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতা বলেন, যাঁরা বলতো মমতা দিদি দুর্গাপুজো করতে দেয় না, তাঁদের মুখে চুনকালি।

১৯ ডিসেম্বর অর্থাৎ রবিবার কলকাতার পুরভোট। তার আগে বৃহস্পতিবার বাঘাযতীনে নির্বাচনী সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা প্রসঙ্গে ইউনেস্কোকে ধন্যবাদজ্ঞাপন করেন তিনি। মমতা বলেন, গতকাল যা পেয়েছি আমার হৃদয় ভরে গিয়েছে। বাংলা বিশ্বসেরা হয়েছে। যখন বলছি, গায়ে কাঁটা দিচ্ছে। ২০১৬ সাল থেকে চেষ্টা করে চলেছি।

আর ঠিক এই সময়েই বিজেপিকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, কেউ কেউ বলতো মমতা দিদি তো দুর্গাপুজো করতে দেয় না। আজ তাঁদের মুখে চুনকালি। আমি বিকশিত, প্লাবিত, সুরভিত। আগামীতে আমি বাংলাকে বিশ্ব সেরা করবই। তাঁর জন্য যা যা করতে হয় করব।

দুর্গাপুজো বাংলার ঐতিহ্য। প্রাণের উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠে এই উৎসবে। বর্তমানে বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশও বটে। বুধবারই আন্তর্জাতিক সম্মান ছিনিয়ে নিয়েছে দুর্গাপুজো। বুধবার ইউনেস্কোর তরফে টুইট করে জানানো হয়, রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তালিকায় নাম জুড়েছে দুর্গাপুজোর।