কলকাতা ব্যুরো: আমি খুশি যে মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন। এটাই আমরা চাই। উৎসবের আবহেই ভোট হচ্ছে। রবিবার বিকেলে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে কলকাতা পুরভোট নিয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার ৭৩ নং ওয়ার্ডের বাসিন্দা মুখ্যমন্ত্রী। এদিন বিকেল ৪ টে নাগাদ ভ্রাতৃবধূ তথা নিজের ওয়ার্ডের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিত্র ইন্সটিটিউশনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মানুষ শান্তিতে ভোট দিচ্ছে, আমি খুশি।
পুরভোটের সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ তুলেছেন বিরোধীরা। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ ভোটে প্রার্থী দিতে পারছে না, ভোট হচ্ছে না, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পরিকল্পনামাফিক নানারকম অভিযোগ করা হচ্ছে।” সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই ভোট দিতে কেন্দ্রের ভিতরে চলে যান মুখ্যমন্ত্রী।
এদিন মমতার ভোটাধিকার প্রয়োগ করার কিছু আগেই কলকাতা পুরভোটে অশান্তির অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও অশান্তির ফুটেজ হাতে থাকলে সামনে আনার কথা বলেছেন তিনি। ঘটনায় তৃণমূলের কেউ জড়িত আছে প্রমাণ হলে ২৪ ঘণ্টায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে মিত্র ইন্সস্টিটিউশনে ভোট দেওয়ার পরে আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, আমরা সবাই চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে নির্বাচন হোক। যদিও কোথাও কোনও বিক্ষিপ্ত আকারে ঘটনা ঘটে থাকে, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোনও ফুটেজ থাকলে প্রকাশ্যে আনতে অনুরোধ করব। যদিও প্রমাণিত হয় যে তৃণমূল কোথাও যুক্ত আছে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সাংগঠনিক এবং প্রশাসনিক উভয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে এদিন বিরোধীদের কটাক্ষ করে অভিষেক বলেন, ওরা জানে মানুষের হৃদয়ে ওদের কোনও স্থান নেই।