কলকাতা ব্যুরো: বাঘের পর এবার হায়নার আতঙ্ক লোকালয়ে! তবে সুন্দরবন নয়, এবার আসানসোলের বারাবনি এলাকায় হানা দিয়েছে আফ্রিকান স্ট্রাইপড একটি হায়না। যা নিয়ে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বন দফতরের তৎপরতায় অবশ্য ইতিমধ্যে হায়নাটি ধরা পড়েছে।
জানা গিয়েছে, বারাবনি ব্লকের পুঁচড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত নতুনডিহি গ্রাম-সংলগ্ন জঙ্গল থেকে ধরা পড়েছে আফ্রিকান স্ট্রাইপড হায়নাটি। সেটিকে খাঁচাবন্দি করে রূপনারায়পুর ফরেস্ট অফিসে নিয়ে এসে রাখা হয়েছে বলে জানিয়েছেন রূপনারায়পুর রেঞ্জের রেঞ্জ অফিসার অচিন্ত্য সরকার। হায়নাটির কারোও উপর হামলারও খবর নেই।
নতুনডিহি গ্রামের বাসিন্দারা জানান, বুধবার রাতেই তাঁরা এক বন্য পশুর বিকট আওয়াজ শুনতে পান। গ্রামে যে কোনও বন্যপশু ঢুকেছে তা বুঝতে অসুবিধা হয়নি নতুনডিহি গ্রামের বাসিন্দাদের। তারপর এদিন সকালে সন্দেহবশতই স্থানীয় কয়েকজন গ্রাম-সংলগ্ন জঙ্গলের দিকে যান। তখনই তাঁরা হায়নাটিকে দেখতে পান। তারপর আর কোনও ঝুঁকি না নিয়ে গ্রামবাসীরা সঙ্গে-সঙ্গে বারাবনি থানায় খবর দেন। খবর দেওয়া হয় সরিষাতলি ফরেস্ট রেঞ্জ ও গৌরান্ডি বন দফতরেও। তারপর বারাবনি থানার পুলিশ ও বন দফতরের কর্মীদের যৌথ প্রচেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যেই জাল ফেলে ধরে ফেলা হয় আফ্রিকান স্ট্রাইপড হায়নাটিকে। তারপর সেটিকে নিয়ে আসা হয় রূপনারায়পুর রেঞ্জের অফিসে। তবে জঙ্গলে এখনও এই প্রজাতির আরেকটি হায়না রয়েছে বলে বনকর্মীদের অনুমান।
আফ্রিকান স্ট্রাইপড একটি হায়না ধরা পড়ার খবর নিশ্চিত করে রূপনারায়পুর রেঞ্জের রেঞ্জ অফিসার অচিন্ত্য সরকার বলেন, ‘আজ নতুনডিহি গ্রামের জঙ্গল থেকে একটি আফ্রিকান স্ট্রাইপেড হায়না ধরা পড়েছে। জামুরিয়ায় গৌরান্ডি বন অফিস থেকে দোহানিতে যাওয়ার পথে হায়নাটি ধরা পড়েছে। এটির পায়ে সামান্য আঘাত লেগেছে। বর্তমানে এই হায়নাটিকে চিকিৎসার জন্য রূপনারায়ণপুর রেঞ্জের ফরেস্ট অফিসে নিয়ে আসা হয়েছে। সেখানে হায়নাটির প্রাথমিক চিকিৎসা করিয়ে দু-দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর বন্যপ্রাণী দফতর নির্দেশ দিলে সেটিকে গভীর কোনও জঙ্গলে ছেড়ে আসা হবে।’
তবে নতুনডিহি গ্রামের জঙ্গলে আরও একটি স্ট্রাইপেড হায়না রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেটিকে ধরতেও তোড়জোড় করা হচ্ছে।