কলকাতা ব্যুরো: আবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বঙ্গে। গত বছর ২০ মে আম্পানের পর আবার ৩ বা ৪ এপ্রিল সাইক্লোনের মুখে পড়তে পারে বাংলা। টাউকটে নামে সেই সাইক্লোন নিয়ে এখন মাথা ব্যথা আবহবিদদের। যদি এই ঘূর্ণিঝড় সত্যিই এপ্রিলের প্রথম সপ্তাহে ধাক্কা দেয় বাংলায়, সে ক্ষেত্রে বিধানসভা নির্বাচনের মধ্যেই আবার ধস্ত হতে পারে এ রাজ্য। এখনো করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে কম্পন শুরু হয়েছে। তার মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রমাদ গুনছে আবহাওয়া দপ্তর।


প্রাথমিকভাবে আবহবিদদের হিসেব অনুযায়ী, ২৯ মার্চ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ধীরে ধীরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলা, ওড়িশা কিংবা মায়ানমার উপকূলে তা আঘাত হানতে পারে ৩ বা ৪ এপ্রিল। এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় দেড়শ কিলোমিটার।
ফলে আম্পানে ক্ষতির ঘা শুকানোর আগেই নতুন করে ঘূর্ণিঝড়ের খবরে এখন প্রশাসন নজরদারি শুরু করেছে আবহাওয়ার খবরে। যদিও নির্বাচনের সঙ্গেই প্রশাসনের এখন সবচেয়ে মাথাব্যথা করোনা নতুন করে বাড়তে থাকায়। এই অবস্থায় নতুন করে প্রাকৃতিক বিপর্যয়ের খবরে স্বভাবতই প্রমাদ গুনছে প্রশাসনিক কর্তারা।
যদিও আবহাওয়াবিদরা বলছেন, এখনই এটিকে বড় করে দেখার কোন কারণ নেই। আরও সময় দিতে হবে বিষয়টি কোন দিকে যায় তা দেখার জন্য।

Share.
Leave A Reply

Exit mobile version