এক নজরে

তুকতাক করায় মাকে কুপিয়ে আত্মঘাতী ছেলে

By admin

October 30, 2020

কলকাতা ব্যুরো: মায়ের তুকতাক করার প্রবণতায় প্রবল ক্ষেপে গিয়ে কাটারি দিয়ে তাকে কুপিয়ে দিল বড় ছেলে। স্থানীয়রা এসে মাকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে প্রাণে বাঁচিয়ে দেন। কিন্তু এরই মধ্যে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার জামতলা সুভাষ পল্লীতে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে হিতাহিত জ্ঞানশুন্য হয়ে ছেলে তারক পাল, মা সুভদ্রা পালকে কাটারি দিয়ে কোপাতে থাকে। স্থানীয় লোকজন এসে গেলে তারাই মাকে রক্ষা করে। তাকে বেলুড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাণ সংশয় কাটানোর ব্যবস্থা করেন। মাকে নিয়ে যখন সকলে ব্যস্ত, তখন ছেলে তারক পাল নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। পরবর্তীতে তাকে ফের এলাকার লোকজন বেলুড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুভদ্রা পালের তুকতাক করার অভ্যাস রয়েছে। আর তা নিয়েই মায়ের সঙ্গে মাঝে মাঝেই বিবাদ লেগে থাকত বড় ছেলের। বৃহস্পতিবার রাতেও সেই নিয়েই গোলমাল শুরু হয়। তারপরেই ছেলে, মাকে কাটারি দিয়ে কুপিয়ে দেয়।