এক নজরে

নিম্নমুখী সংক্রমণে রাজ্যে এখন দুশ্চিন্তা হাওড়াও

By admin

November 13, 2020

কলকাতা ব্যুরো: দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও করোনা পরিস্থিতি এখন অনেকটা স্বস্তিদায়ক। দেশে দৈনিক সংক্রমণ পরপর ৬ দিন ৫০ হাজারের নীচে আছে। অ্যাক্টিভ পজিটিভ পরপর তিনদিন ৫ লক্ষের নীচে থাকছে।রাজ্যে দৈনিক সংক্রমণ খুব ধীরে হলেও নিম্নমুখী আর দৈনিক করোনামুক্তি ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৮৩৫ জন, সুস্থ হয়েছেন ৪,৪৬৮ জন। আগেরদিন এই দুই সংখ্যা ছিল যথাক্রমে ৩,৮৫৬ ও ৪,৪৫৩। শুধু কলকাতা আর উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিতে তেমন কোন পরিবর্তন নেই। অবস্থাটা, বিশেষ করে মৃত্যুর পরিসংখ্যান আগের মতোই থাকছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ৮৩৯, মৃত্যু ১১ জনের, উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৮৬০ ও ১৭।আগের দিনের হিসেবে কলকাতায় মৃতের সংখ্যা ছিল ১৭, উত্তর ২৪ পরগনায় ১১। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সুস্থ হয়েছেন ৮৮৪ জন, উত্তর ২৪ পরগনায় ৮১৬ জন। কিন্তু সামগ্রিক ভাবে রাজ্যে মৃতের পরিসংখ্যান কমের দিকে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ৫১ জন। আগেরদিন এই সংখ্যা ছিল ৫৪। রাজ্যের অ্যাক্টিভ পজিটিভ এখন ৩১,৫০১। দেশের অ্যাক্টিভ পজিটিভ এইসময়ে ৪,৮৪,৫৪৭।কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়া শুধু হাওড়া এখনও চিন্তাজনক। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়া হুগলিতে ৪, পশ্চিম মেদিনীপুরে ৩, দক্ষিণ ২৪ পরগনায় ২, পুরুলিয়ায় ১, বাঁকুড়ায় ১ ও পূর্ব বর্ধমানে ১ জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৮৭, করোনামুক্ত ২৭২, হুগলিতে যথাক্রমে ২৫২ ও ২৫৬, পশ্চিম মেদিনীপুরে ১৭৮ ও ২২৩, দক্ষিণ ২৪ পরগনায় ২৩২ ও ৩৬৭ এবং পূর্ব বর্ধমানে ১০৭ ও ১৯৫ জন। রাজ্যে করোনা আক্রান্তের মোট সংখ্যা শুক্রবারের পরিসংখ্যানে ৪,২৪,৬৭৫, মোট সংক্রমণ মুক্ত ৩,৮৫,৬১৭ জন। রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৭,৫৫৭ জনের।দেশের ক্ষেত্রে মোট আক্রান্ত এখনও পর্যন্ত ৮৭,২৮,৭৯৫ জন, মোট করোনামুক্ত ৮১,১৫,৫৮০ জন, মৃত্যু মোট ১,২৮,৬৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রামিতের সংখ্যা ৪৪,৮৭৯, করোনামুক্ত ৪৯,০৭৯ জন এবং মৃত্যু ৫৪৭ জনের।