এক নজরে

হাওড়ায় বদ্ধ ফ্ল্যাটে দম্পতির পচা গলা দেহ উদ্ধার

By admin

November 18, 2020

কলকাতা ব্যুরো: হাওড়ার শিবপুরের আবাসনের মধ্যে দম্পতির রক্তাক্ত ও পচা গলা মৃতদেহ উদ্ধার হল। পচা-গলা দেহ দেখে পুলিশের আশঙ্কা, বেশ কয়েকদিন আগেই মারা গিয়েছে ওই দম্পতি। প্রবুদ্ধ ঘোষ ও গোপা ঘোষের ছেলে মৃতদেহের পাশেই বসেছিলেন। তাঁর জামায় রক্তের দাগ পাওয়ায়, তাকে আটক করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত চার -পাঁচ দিন ধরে পরিবারটিকে দেখা যায়নি।

এদিন সকাল থেকেই ওই ফ্ল্যাটের আশপাশে পচা দুর্গন্ধ পাওয়া যায়। বাসিন্দারা প্রথমে বিড়াল- কুকুর মরেছে ভেবে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তার হদিস না পেয়ে তখন সন্দেহ হয় ওই ফ্ল্যাট ঘিরে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে দেখে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা অপেক্ষা করে দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ ও বাসিন্দারা। ঘরের ভিতরে রক্তাক্ত এবং পচা-গলা অবস্থায় পড়েছিল দম্পতির মৃতদেহ। ওই ঘরের মধ্যে বসে ছিলেন তাদের ছেলে। তার পরনের জামায় তখনো রক্তের দাগ রয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেও কোন রকম সদুত্তর না পেয়ে পুলিশ তাকে আটক করে।

এখন বাড়ি থেকে দেহ বের করে ময়না তদন্তে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ আশঙ্কা করছে, ছেলেই কোনভাবে বাবা-মাকে খুন করে তারপরে দেহ স রাতে না পারে এভাবেই বসে ছিল। যদিও সে ব্যাপারে নিশ্চিত নয় পুলিশ। কারণ বাবা-মাকে যদি ছেলে খুন করে থাকে, তাহলে এইভাবে বসে থাকার কথা নয় বলে মনে করছেন অভিজ্ঞ তদন্তকারীরা। তারা চাইছেন, প্রাথমিকভাবে তার চিকিৎসা করিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপ করতে।

কেননা এর আগে কলকাতায় দেখা গিয়েছিল, বাবা-মায়ের স্বাভাবিক মৃত্যুর পর তাদের দেহ নিয়ে দিনের পর দিন ঘরে কাটিয়েছিলেন তাদের ছেলে। যদিও এক্ষেত্রে রক্তের দাগ পাওয়া গেলেও তাতে এখনই কোন সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না-পুলিশ।