এক নজরে

মদ খাওয়ার প্রতিবাদ করায় মারধর

By admin

September 26, 2020

কলকাতা ব্যুরো:(প্রতীকী ছবি) প্রকাশ্য রাস্তায় মদ খাওয়া? তাও আবার নিজের বাড়ির সামনে ! প্রতিবাদের পরিণামে জুটলো বেধড়ক মার।

বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় গতকাল রাতে হাওড়ার গোলাবাড়ি এলাকার জেলুয়া পাড়ায় এক বৃদ্ধকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত দীনেশ যাদবের অভিযোগ বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ করাতে তার উপর এই হামলা। ঘটনায় পুলিশ আজ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।