মৈনাক শর্মা

মেইল বা অন্যান্য সামাজিক সাইড গুলি ব্যবহার কতটা নিরাপদ তা আবার প্রশ্নের মুখে। প্রশ্নের মুখে এপ্লিকেশন নির্মাতা থেকে গুগল এর জিমেইল ও হট মেইলের কর্তৃপক্ষ।

সম্প্রতি প্রায় ৩০০ কোটির বেশি ইমেইল একাউন্টর পাসকোড সমেত তথ্য মেলে এক অনলাইন ফোরামে। যার জেরে জল্পনা শুরু হয় অনলাইনে আমাদের তথ্যর নিরাপতা নিয়ে। সূত্রের খবর অনুসারে, ওই অনলাইন ফোরামটিতে প্রকাশিত ওই তথ্য গুলি হ্যাকাররা বিভিন্ন ওয়েব ব্রাউজার, যেমন আমাজন, নেটফ্লিক্স ও লিংন্যেদিন থেকে লাভ করে। হ্যাকিং জগতে এই প্রযুক্তির নাম কোম্ব (COMB )। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই সমস্ত ইমেইল একাউন্ট গুলির প্রায় সবকটিতেই সাধারণ পাসওয়ার্ড, যেমন আপনার প্রিয়জনের নাম বা আপনার বাসস্থানের পিনকোড অথবা প্রিয় খাবার, প্রিয় ফুল ইত্যাদির জন্যেই সহজে পাসওয়ার্ড পেতে সুবিধে হয়েছে হ্যাকারদের।

ইমেইল, হোয়াটস্যাপ ইত্যাদি প্রয়োজনীয় জিনিস এই অবস্থায় হ্যাক হলে স্বভাবত প্রশ্ন আসে, কি করে সুরক্ষা করা যেতে পারে ইমেইল ও অনন্য মাস্যাসিং এপ্লিকেশন গুলিকে? বিশ্লেষকদের মতে ৬ টি উপায়ে আপনি সুরক্ষিত থাকতে পারে।
১. নিজের কম্পিউটার বা স্মার্ট ফোনকে সর্বদা আপডেট করুন। স্মার্ট ফোনের সেটিংসে আশা নতুন আপডেট ভার্সনটি ডাউনলোড করুন। ঠিক একই ভাবে আপনার ব্যবহার করা এপ্লিকেশন গুলিকেও আপডেট করতে হবে।
২.ইন্টারনেট প্রটেকশন আন্টি ভাইরাস নিতে হবে এবং নিয়মিত স্ক্যান করতে হবে।
৩. ইমেইল একাউন্ট খোলবার সময় সেটিংসে গিয়ে ভেরিফিকেশন মেথডস এ গিয়ে অবশ্যই নিজের ফোন নম্বর যুক্ত করুন। এর ফলে আপনার একাউন্ট হ্যাক করার চেষ্টা হলে OTP আপনার নম্বরেই আসবে।
৪.সাধারণ পাসওয়ার্ড এর পরিবর্তে একটু কঠিন পাসওয়ার্ড দিন।
৫. জিমেইলের সিকিউরিটি চেকাপ এ গিয়ে ইওর ড্রাইভ অপসন এ গিয়ে দেখে নিন আপনার ইমেইল আইডি কোন কোন অপ্প্লিকেশনের সাথে লিংক আছে। প্রয়োজনে লগ আউট করুন।
৬. নিজের ইমেইল একাউন্ট সুরক্ষিত কিনা জানতে haveibeenpwned.com এ দেখে নিন।
৭. হোয়াটস্যাপ ব্যবহার করলে নিজের প্রোফাইল ফটো ও নিজের দেয়া স্টেটাস সরিয়ে ফেলুন। পারলে VPN প্রযুক্তির ব্যবহার করুন। প্রয়োজনে হোয়াটসাপের বিজনেস একাউন্ট এ চ্যাট ( নিজের ব্যাঙ্ক একাউন্ট ইত্যাদি ) করা থেকে দূরে থাকুন।

Share.
Leave A Reply

Exit mobile version