এক নজরে

চিন্তায় রাজ্য

By admin

October 10, 2020

কলকাতা ব্যুরো: দেশে সংক্রমণ এখন কিছুটা কমের দিকে। ৭০ থেকে ৮০ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। তবে বাড়া, কমার মধ্যে চলছে দৈনিক সংক্রমণ। আগের দিনের চেয়ে সংক্রমণ আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৩,২৭২ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। মোট সংক্রমণ প্রায় ৭০ লক্ষ ছুঁইছুঁই। শনিবার পর্যন্ত সংখ্যাটা ৬৯,৭৯,৪২৪। সুস্থতা বেশি বলে মোট সংক্রমণ মুক্তের মোট সংখ্যা এখন ৬০ লক্ষের কাছাকাছি। ৫৯,৮৮,১৮৫ জন শনিবার পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২,৭৫৩ জনের। সুস্থতার হার ৮৫.৮১। সমস্যা এখন পশ্চিমবঙ্গে। সংক্রমণ বাড়তে থাকায় চাপ বাড়ছে হাসপাতালের পরিকাঠামোর ওপর।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় রোজ ৭০০-র বেশি সংক্রমণ হতে থাকায় কোভিড হাসপাতালে শয্যার টানাটানি দেখা দিয়েছে। সরকারি হাসপাতালগুলি চাপ সামলাতে হিমশিম খেতে শুরু করেছে। রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি সামলাতে বেসরকারি হাসপাতালগুলির দিকে নজর দিয়েছেন। ওই হাসপাতালগুলির কর্তৃপক্ষকে তিনি সোমবার বৈঠকে ডেকেছেন। এক অডিও বার্তায় কমিশনের চেয়ারম্যান মন্তব্য করেছেন, উৎসবের মরসুমে কী অপেক্ষা করে আছে, জানি না। পুজোর সময় সংকটজনক রোগীর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছি।

এদিকে বেসরকারি হাসপাতালগুলি ইতিমধ্যে অ্যালার্ম বেল বাজিয়ে দিয়েছে। আমরি গ্রুপের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সিসিইউ দেওয়াই যাচ্ছে না নতুন করে কাউকে। কোন কোন সময় নন ক্রিটিক্যাল বেড দেওয়াও অসম্ভব হয়ে যাচ্ছে। আমরি গ্রুপ কলকাতায় তাদের তিনটি হাসপাতালে সিসিইউ বাড়াতে চলেছে। ফর্টিস গ্রুপ আনন্দপুরের হাসপাতালে ২০টি নতুন আইসিইউ তৈরি করবে জানিয়েছে।

দেশে মৃত্যুর সংখ্যা এখনও হাজারের নিচে আছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৯২৬। দেশে মোট মৃত্যু শনিবার পর্যন্ত ১,০৭,৪১৬। মৃত্যুহার ১.৫৪। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর হল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাঁর রক্তচাপ স্বাভাবিক হয়েছে। তিনি কলকাতার যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্রের ফুসফুস ভালো কাজ করছে। কিংবদন্তি এই অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।