এক নজরে

হুল দিবস

By admin

June 30, 2021

কলকাতা ব্যুরো: কোভিড বিধি মেনে লাকচার সেমলেৎ বার্নপুর শাখার উদ্যোগে সারা রাজ্যের সাথে হারামডি আদিবাসী গ্রামে পালিত হলো ১৬৬ তম হুল দিবস। সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাঁওতাল নেতা হীরালাল সোরেন। দুপুর থেকেই আদিবাসী মহিলা ও পুরুষদের তীর নিক্ষেপ প্রতিযোগিতায় পয়ত্রিশ জন প্রতিযোগী অংশ নেয়। দুশো আদিবাসী পরিবারকে রেশন বিতরণ করা হয় l আদিবাসী সমন্বয় কমিটির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক মতিলাল সোরেন হুল দিবসে সরকারী দফতর এ পতাকা উত্তোলন ও সেনাবাহিনীতে সাঁওতাল রেজিমেন্ট তৈরীর দাবী জানান l সাঁওতালি নৃত্য ছিল এদিনের হুল দিবসের মূল আকর্ষণ l