এক নজরে

হুগলিতে সভাপতি নিয়ে ক্ষোভ কমাতে কোর কমিটি করলো তৃণমূল

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো: হুগলি জেলায় দলীয় কোন্দল মেটাতে এবার হস্তক্ষেপ করলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাদের বৈঠকের মধ্যেই মমতা ফোন করেন সেখানে। জানিয়ে দেন, দলে থাকতে হলে সকলকেই সমন্বয় রেখে চলতে হবে। যদি কেউ দলীয় নির্দেশ লঙ্ঘন করেন, তাহলে শোকজ করা হবে। এবার থেকে হুগলি জেলার সাংগঠনিক দায়িত্ব তিনি নিজেই সামলাবেন বলে জানিয়ে দেন নেত্রী।

মূলত জেলা সভাপতি দিলীপ যাদবকে কেন্দ্র করে হুগলির তৃণমূলের নেতাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিন ধরেই হুগলি তৃণমূলের সভাপতির কাজকর্ম এবং দলবিরোধী আচরণ নিয়ে বিধায়ক সাংসদরা অভিযোগ করছেন দলকে। প্রকাশ্য তারা জেলা সভাপতির আচরণে ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু ক্ষোভ এমন জায়গায় পৌঁছে ছিল যে দিলীপ যাদবের বিরুদ্ধে কোনো অবস্থান দল না করলে, এরপরে বিধানসভা ভোটের আগে বিষয়টি যথেষ্ট তৃণমূলকে বেগ দিতে পারতো।

এই অবস্থায় বৈঠক করে সভাপতি পদ থেকে তাকে সরিয়ে সেই ক্ষমতা আপাতত কার্যকরে আপাতত সাত সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। বিধায়ক, সাংসদ নেতাদের নিয়ে গঠিত এই কমিটি আপাতত জেলায় সংগঠন দেখবে। আগামী শনিবার দলের কোর কমিটির বৈঠক এই কমিটি বিধানসভা ভোট নিয়ে প্রচার এর বিষয়ে সিদ্ধান্ত নেবে। জেলার ১৮ টি বিধানসভা আসনে জয়ের লক্ষ্যে সকলকে এক সঙ্গে লড়াইয়ে নামতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।