এক নজরে

#RampurhatCrime: রামপুরহাট কাণ্ডে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

By admin

March 22, 2022

কলকাতা ব্যুরো: রামপুরহাটের ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের। সেই রিপোর্ট পেলেই রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাবে অমিত শাহের মন্ত্রক। এমনই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার দিল্লিতে সুকান্ত মদুমদার, অর্জুন সিং, লকেট চট্টোপাঝধ্যায়রা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। রামপুরহাটের ঘটনা নিয়ে শাহকে নালিশ জানান বিজেপি নেতারা। অমিত শাহ রামপুরহাটের ঘটনা নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্যের কাছে এব্যাপারে তাঁর মন্ত্রক রিপোর্ট চাইবে বলেও দাবি সুকান্তর।

এদিকে রামপুরহাটের ঘটনার আঁচ দিল্লিতেও। একদিকে এরাজ্যে রামপুরহাটকাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। এদিন বিধানসভায় রামপুরহাটের ‘গণহত্যা’ নিয়ে সুর চড়ান বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের বক্তব্যে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে বেরিয়ে মিছিল করতে দেখা যায় বিজেপি বিধায়কদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামপুরহাট কাণ্ডের দায় নিয়ে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু।

এদিন সাংবাদিকদের সুকান্ত মজুমদার বলেন, রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্যের কাছে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই রিপোর্ট পেলেই বাংলায় কেন্দ্রীয় দলও পাঠানো হবে বলে দাবি করেছেন সুকান্ত। যদিও রামপুরহাটের ঘটনায় রাজনৈতিক দ্বন্দ্ব নেই বলেই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।