কলকাতা ব্যুরো: দূর থেকে গুলি ছুড়ে খুন করে দেওয়া নয়, একেবারে চিঠি লিখে নেতাদের হুঁশিয়ারি হিজবুল মুজাহিদীনের, হয় রাজনীতি থেকে দূরে সরে যাও, অথবা ভয়ানক পরিণতির জন্য তৈরি হও। দু’দিন আগেই কাশ্মীরের কংগ্রেসের অফিসে এই চিঠি পাঠানো হয়েছে। অভিযোগ হিজবুল মুজাহিদীন এর বিরুদ্ধে। সেখানে কোনো বিশেষ রাজনৈতিক দলকে আলাদা করে চিহ্নিত করা হয়নি। ১৭ নেতার নামের তালিকা দিয়ে সেই হুমকি দিয়ে দেওয়া হয়েছে।

সেই তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর। আবার জম্মু-কাশ্মীর কংগ্রেসের সহ-সভাপতি এবং প্রাক্তন মন্ত্রী রামন ভাল্লার নাম রয়েছে সেই তালিকায়। ন্যাশনাল কনফারেন্স প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট দেবেন্দ্র সিং রানা বা ডগরা স্বাভিমান সংগঠন নেতা চৌধুরী লাল সিং আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের নেতা -কেউই বাদ যায়নি। হুমকি চিঠি চিঠির শেষে নাম রয়েছে হিজবুল এর স্বঘোষিত ডিভিশনাল কমান্ডারের।

ফলে নতুন এই চিঠিতে এখন আরো বেশী নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে ওইসব নেতাদের জন্য। যদিও চিঠিতে স্পষ্ট হুঁশিয়ারি, ছাড় পাবেন না যারা রাজনীতি থেকে দূরে না থাকবেন তাদের মৃত্যু লেখা আছে হিজবুল এর হাতেই, হুমকি জঙ্গী সংগঠনের নামে উর্দুতে পাঠানো চিঠিতে।

Share.
Leave A Reply

Exit mobile version