কলকাতা ব্যুরো: সবকিছু ঠিক থাকলে আগামী ৩ অক্টোবর হিমাচল প্রদেশে অটল টানেল বা রোটাং পাস টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এই কথা জানিয়েছেন। তবে দিল্লীতে বসে ভার্চুয়াল উদ্বোধন নয়, ওইদিন সশরীরে হিমাচল প্রদেশের উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর। সেদিন লাহুল এলাকা সফর করার কথা প্রধানমন্ত্রীর। ন’ কিলোমিটার দীর্ঘ এই রুট চালু হলে মানালি এবং লেহ -র মধ্যে ৪৬ কিলোমিটার রাস্তা কম যেতে হবে গাড়িগুলিকে।
উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী প্রথম একটি বাসের ওই টানেল দিয়ে যাওয়ার উদ্বোধন করবেন বলে হিমাচল সরকার সূত্রে খবর।

ওই টানেল চালু হয়ে গেলে শীতের সময় হিমাচল এবং লেহের মধ্যে জাতীয় সড়ক বন্ধ থাকার সমস্যা দূর হবে। কেননা রোটাংয়ে বরফের জন্য শীতে অন্তত ছয় মাস ওই রাস্তা বন্ধ থাকে। ফলে এক রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লেহ – লাদাখের সঙ্গে দেশের অন্যান্য অংশের। আর এবার লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা থাকায়, আগামী শীতে ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে, এই অটল টানেল, এমনটাই মনে করছেন সেনারা কর্তারা।

Share.
Leave A Reply

Exit mobile version